
পঞ্চগড় প্রতিনিধি: খাদেমুল ইসলাম!
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. আজিজুল হক ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে তেতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে বাংলা হোটেলের কক্ষেএ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আজিজুল হক অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। এর ধারাবাহিকতায় মোজাহের ভাই, রানা ভাইও পারভেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছেন।
আজিজুল হক তিনি বলেন, “আমি দীর্ঘ ২১ বছর ধরে সুনামের সাথে বাংলা হোটেল নিয়ে ব্যবসা পরিচালনা করেছি। অথচ আমার এই ব্যবসা কর্মকাণ্ড নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে। একটি চক্র আমাকে সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার ছড়াচ্ছে।”
সংবাদ সম্মেলনে আরও বলেন, এসব মিথ্যা তথ্য প্রচারের কারণে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে তেতুলিয়া বাংলা হোটেলের আজিজুল হক,আক্তার হোসেন,রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :