হবিগঞ্জের ৪টি আসনে বিএনপির ১৭ এমপি প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় মহাসচিবের বৈঠক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন /
হবিগঞ্জের ৪টি আসনে বিএনপির ১৭ এমপি প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় মহাসচিবের বৈঠক

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ অক্টোবর)বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠকে সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি সংসদীয় আসনে দলের ৮০ জন মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন। এর মধ্যে হবিগঞ্জ জেলার ৪টি আসনে ১৭ জন উপস্থিত ছিলেন।

হবিগঞ্জের সম্ভাব্য প্রত্যাশীগণ হচ্ছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শাহ মোজাম্মেল নান্টু, কৃষক দল নেতা মোঃ মুখলিছুর রহমান। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ, বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, জাতীয়তাবাদী প্রজন্ম দলের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ফারুকী। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) বিএনপি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ মাহমুদুর রহমান আবদাল, যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট কাসল উদ্দিন সেলিম।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিশিষ্ট শিল্পপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, বিএনপি মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, হবিগঞ্জ পাবলিক প্রসিকিউটর (পিপি)) এডভোকেট এম এ হাই, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, বিএনপি নেতা উপাধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক তালুকদার। বৈঠকের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল মনোনয়ন প্রত্যাশিদের যার যার মত করে এলাকায় কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, একক কোনো প্রার্থীকে দল এখনো চূড়ান্ত করেনি। সময়মত প্রতিটি আসনে একক প্রার্থী ঘোষণা করা হবে। তখন ধানের শীষের মনোনয়ন যে-ই পান, সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। কোনো ধরনের বিভেদ করা যাবে না। বৈঠকে মনোনয়নপ্রত্যাশীগণ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড মহাসচিবের কাছে উপস্থাপন করেন। এ সময় মহাসচিব সবার বক্তব্য মন দিয়ে শোনেন।