কুলাউড়ায় চোরাই সিএনজিসহ চালক আটক কুলাউড়া প্রতিনিধি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন /
কুলাউড়ায় চোরাই সিএনজিসহ চালক আটক  কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের ধাওয়ায় চোরাই সিএনজিসহ চালককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) ভোরে এসআই জুনেদের নেতৃত্বে পুলিশের টহল টিম কুলাউড়া স্টেশন চৌমুহনী এলাকায় অভিযান চালায়।
আটককৃত সিএনজি চালকের নাম শেখ খয়রুল ইসলাম (২৭)। তিনি রাজনগর উপজেলার নিদনপুর গ্রামের শেখ মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে কুলাউড়া থানার টহল টিম স্টেশন চৌমুহনী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এসময় একটি সিএনজি (রেজি: মৌলভীবাজার-থ-১১-৩০৮১) থামার সংকেত দিলে চালক সিএনজি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে এসআই জুনেদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করে মিশন চৌমুহনী এলাকায় গাড়িসহ তাকে আটক করেন।
পরে তল্লাশি চালিয়ে চোরাই সিএনজি ছাড়াও কার্বুরেটরের নজেল, তামার ও বৈদ্যুতিক তার, লাইটার, প্লাস ও টর্চলাইট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে খয়রুল ইসলাম স্বীকার সিএনজি চুরি করে নিয়ে আসার কথা স্বীকার করছে বলে পুলিশ জানিয়েছে। তবে কোন এলাকা থেকে চুরি করেছে তা জানানো হয়নি।

পুলিশ আরও জানায়, ধাওয়া করার সময় আটক ব্যক্তি রাস্তায় পড়ে গিয়ে সামান্য আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সিএনজির আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

এ বিষয়ে কুলাউড়া থানায় একটি (বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারা) মামলা দায়ের করা হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।