হবিগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন স্বামীর
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন /
০
হবিগঞ্জ প্রতিনিধি
যৌতুকের টাকা দিতে না পারায় মারপিট ও জখমের শিকার স্বামীর বাড়ি কুমিল্লা থেকে হবিগঞ্জের মাধবপুরে পিতার বাড়িতে আশ্রয় নিয়েছে আয়েশা খাতুন নামে এক নারী।দীর্ঘ দিন ধরে চলছে এই নির্যাতন।আয়েশা তার একমাত্র শিশু সন্তান নিয়ে বিচারের আশায় ঘুরছেন দারে দারে। ফারজানা বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলা রসুলপুর গ্রামে। সে ওই গ্রামের মোস্তফা আক্তারের কন্যা।এদিকে ভরণপোষণ দূরের কথা ন্যূনতম খোঁজখবরও নেন না স্বামী।তাকে বিয়ে করেছিলেন প্রতারণামূলকভাবেও। কিন্তু বাচ্চা জন্ম হওয়ার পরে সংসার করতে থাকে। ওই স্বামী অন্য আরেকটি বিয়েও করে। অত্যাচারী ওই স্বামীর নাম নিয়ামত উল্লাহ। তার বাড়ি কুমিল্লা লাকসাম উপজেলা উত্তর গাজীপুরে।
ভুক্তভোগী আয়েশা জানান,সে তাকে প্রতারণা করে বিয়ে করেছে। এখন আমার বাবার বাড়িতে এসে অত্যাচার করছে। আমি এখন রাস্তায় রাস্তায় বাচ্চা নিয়ে ঘুরছি। আমি এর বিচার চাই।
যোগাযোগ করা হলে নেয়ামত উল্লাহ জানান,আয়েশাকে যতদিন দরকার ছিল রেখেছি। এখন বিদায় করে দিয়েছি।কিছু টাকা পয়সা চাইলে দিতে পারি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদ উল্ল্যাহ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেব।
আপনার মতামত লিখুন :