সকলে মিলে মিশে চলার নামই হচ্ছে গণতন্ত্র – জি কে গউছ
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন /
০
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥
হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ফ্যাসিষ্ট শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ন হয়ে বেগম খালেদা জিয়াকে অপদস্ত অপমানিত করার জন্য মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে ৬ বছর কারাগারে রেখেছিল। যে খালেদা জিয়া সুস্থ অবস্থায় শেখ হাসিনার বন্দিশালায় গেলেন, সেই খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসে কারামুক্ত হলেন। খালেদা জিয়ার আজকের পরিণতির জন্য শেখ হাসিনা এবং আওয়ামীলীগ দায়ী।
তিনি শনিবার (২৯ নভেম্বর)বিকালে রিচি গ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অত্যন্ত কঠিন সময় অতিবাহিত করছেন। তিনি আমাদের অহংকার, তিনি বাংলাদেশের গর্ব। খালেদা জিয়া ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি একমাত্র ব্যক্তি যার জীবনে কোনো নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি। খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষ নফল রোজা, খতমে কোরআন, তাসবিহ তাহলিল ও প্রার্থনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। মহাল আল্লাহ যেন খালেদা জিয়াকে সুস্থতা দান করেন।
তিনি বলেন- একটি গ্রামকে তখনই আদর্শ গ্রাম বলা যায়, যেই গ্রামে ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন ধর্মের মানুষ নিরাপদবোধ করেন। রিচি গ্রামে জামাতের আমীর জন্মগ্রহন করেছেন, অন্যান্য দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এই গ্রামে জন্ম গ্রহন করেছেন, বিএনপিরও অসংখ্য মানুষ এই গ্রামে জন্ম গ্রহন করেছেন, আমরা সকলে মিলে মিশে পথ চলার নামই হচ্ছে গণতন্ত্র। ভিন্ন মত ও ভিন্ন পথের মানুষকে নিয়ে যারা চলতে পারেন তারাই তো নেতা, তাদেরকেই মানুষ সম্মান করে, তাদের মৃত্যু হলে মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে, তারা অসুস্থ হলে মানুষ কোরআন খতম করে, দোয়া দরুদ পাঠ করে, মন্দিরে উপাসনালয়ে প্রার্থনা করে। কবি বলেছেন “এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। প্রত্যেক রাজনীতিবিদের জন্য কবির এই কথা অত্যন্ত প্রয়োজনীয়।
জি কে গউছ বলেন- ভাল কাজ করলে মানুষ আপনাকে ভালবাসবে। ২০১৫ সালে সিলেট কারাগার থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আমি মেয়র নির্বাচন করেছিলাম। আমার কোনো প্রকাশ্যে এজেন্ট ছিল না, আমার পক্ষে নির্বাচনী কোনো ক্যাম্পিং ছিল না, আমার প্রতীক ছিল ধানের শীষ, সনাতন ধর্মের মানুষ না কি নৌকা ছাড়া অন্য প্রতীকে ভোট দেয় না, এই কথাটি ছিল মিথ্যা, ভিত্তিহীন। সারা দিন ভোট হল, গণণা শেষে দেখা গেল নৌকার চেয়ে সাড়ে ৩ হাজার ভোট বেশি পেয়ে আমি ৩য় বার মেয়র নির্বাচিত হয়েছিলাম। এটাই হচ্ছে যেমন কর্ম তেমন তার ফল।
তিনি বলেন- আমরা যখন ক্ষমতায় থাকি, আমাদের ডানে বামে সরকারি পোষাকে লোকজন যখন পাহারায় থাকে তখন আমরা ভুলে যাই কাকে সম্মান করতে হবে, কার সম্পর্কে কি কথা বলতে হবে, এই বিচারিক জ্ঞান আমরা অনেকই হারিয়ে ফেলি। এটা মুটেও রাজনীতিবিদদের কাছে মানুষ আশা করে না। রাজনীতিবিদ হবেন বিনয়ী, তাদের ব্যবহার হবে উত্তম। রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব আছান উল্লার সভাপতিত্বে ও ২নং রিচি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো ফরিদ উজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- রিচি সমাজ কল্যাণ যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ডা: বরকত আলী, রিচি আড়িয়াকোনা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রিচি সাগর কোনা পঞ্চায়েত কমিটির সভাপতি আমিনুল ইসলাম আমিন, রিচি অগ্নিকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি আরব আলী, রিচি ইশান কোনা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক ডা: জিতু মিয়া, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি আলহাজ জিতু মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাজু সাবেক মেম্বার, রিচি অগ্নি কোনা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সামছু মিয়া প্রমূখ।
আপনার মতামত লিখুন :