কমলগঞ্জে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন /
কমলগঞ্জে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিত অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শমশেরনগর চা বাগানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে ও মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রামভজন কৈরী। সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন শমশেরনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক ইসতিয়াক আহমদ সুমন, ফিরোজ আব্দুল্লা, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম, বাংরাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ডা: : ডা: প্রিয়তোষ সূত্রধর জনি, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত এর সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল, শিক্ষক গোপাল গোয়ালা প্রমুখ।

আলেঅচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। আমাদের সম্পদ। তাদের কাজে লাগাতে হবে। তাদের উন্নয়নের মূল স্রোতে টানতে হবে। তাদের মেধা ও শ্রম দিয়ে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। সরকার প্রতিবন্ধীদের কাজে লাগাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই তারাও সমাজে ভূমিকা রাখুক।