
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম সুখিরাম উরাং (২৫)। সে একই ইউনিয়নের মুরইছড়া চা বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে।
জানা যায়, সুখিরাম উরাং গতকাল বৃহস্পতিবার দুপুরে সীমান্তবর্তী পিলারের (১৮৪৪ নং) পাশে গরু চরাতে যান। দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়তে থাকে। সে দৌঁড়ে কিছু দূর এগিয়ে আসলেও বিএসএফের ছোঁড়া গুলি তার পিঠে লাগে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে। একপর্যায়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক জানান, বিএসএফের গুলি ছোঁড়া ওই যুবকটিকে হাসপাতালে আনার আগেই সে মৃত্যুবরণ করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুখিরাম উরাংয়ের লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে ওই যুবক সীমান্ত খুটি পার হওয়ায় ঘটনাটি ঘটতে পারে বলে তার ধারণা
আপনার মতামত লিখুন :