হবিগঞ্জে অবৈধ দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৬, ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ন /
হবিগঞ্জে অবৈধ দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৫ মে) দুপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। এসময় কাজপত্র না থাকাসহ নানা অনিয়মের কারণে দুটি ডায়াগনস্টিক সেন্টার মোট ৪০ হাজার টাকা জরিমানা ও একটিকে সিলগালা করে দেয়া হয়।

হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহায়তায় অভিযানে নেতৃত্বদেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ।

জানা যায়- সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত আধুনিক ডায়াগনস্টিক সেন্টার নামে ওই প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজপত্র নেই। কিন্তু তারপরও তারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অনিয়ম পরিলক্ষিত হয়। ফলে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, শহরের ইপিআই ভবন সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার নামে অপর আরেকটি প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ বলেন- অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মূলত সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।