আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে স্বামীর থেকে তালাকপ্রাপ্ত বাকপ্রতিবন্ধী এক নারী সন্তান প্রসব করেছে। অভিযুক্ত উত্তম শীলকে আসামি করে ভুক্তভোগীর বাবা মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত উত্তম কুমার শীল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর গ্রামের নগেন চন্দ্র শীলের ছেলে। এদিকে ঐ নারীর সন্তান প্রসবের পর থেকেই উত্তম কুমার শীল পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, ভূক্তভোগী নারী স্বামীর থেকে তালাকপ্রাপ্ত হয়ে চার বছর ধরে বাবার বাড়ি থাকছেন ৩ সন্তান নিয়ে। বাবার বাড়িতে থাকা অবস্থায় পাশের বাড়ির উত্তম শীলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই প্রেম গড়ায় অবৈধ শারিরীক সম্পর্কে। যার কারনে ঐ নারীর বাবার ঘরে সুযোগ পেলেই উত্তম এসে শারীরিক মেলামেশা করত। মেলামেশার এক পর্যায়ে বাকপ্রতিবন্ধী ঐ নারীর গর্ভে সন্তান আসে এবং গত ১১ অক্টোবর কন্যা সন্তানের জন্ম হয়।
সন্তান প্রসবের পর থেকে উত্তম কুমার শীলের আত্মীয় স্বজনরা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মীমাংসার কথা বলে সময় নষ্ট করতে থাকলে সুষ্ঠু বিচারের আশায় এবং নাতনীকে বাবার অধিকার এনে দিতে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।
এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন