হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী শাল্লার কৃতি সন্তান এ্যাড মোহাম্মদ শিশির মনির বলেছেন ক্ষমতা একটা বিরাট পরিক্ষা আল্লাহ তায়ালা যাকে ক্ষমতা দান করেন তার সামনে বিরাট পরিক্ষা দেন, একই ভাবে রাজনৈতিক নেতাদের সামনে বিরাট পরিক্ষা।
মানুষ যদি তাকে ভালবাসে, সম্মান করে, তাহলে এই ভালবাসা এবং সম্মানের মর্যাদা তিনি দিতে পারেন কি? এটা তার সামনে সবচাইতে বড় পরিক্ষা।
এই পরিক্ষায় আমরা আপনাদের সাথে হাতে-হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করি এই পরিক্ষায় উর্ত্তীণ হতে পারব ইনশাল্লাহ।
২০ মার্চ বৃহস্পতিবার উপজেলার গণমিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাল্লা শাখার বাস্তবায়নে ও উনার নিজ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বক্তব্যর শুরুতে উপস্থিত জনতা ও আগত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানিয়ে তিনি আরো বলেন আমরা একটা সৌহার্দ্য, সম্প্রতি, ভালবাসা ও উষ্ণ পরিবেশ চাই। আমরা এমন একটা পরিবেশ চাই মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।
এ জন্য বারবার আমারা আপনাদের কষ্ট দেই, আমারা আপনাদের ইজ্জত করি, সম্মান করি, ভালবাসা দেই, ইজ্জতের; বিনিময়ে আপনারা আমাকে ইজ্জত করবেন। ছেলের সঙ্গে বাবা, স্বামীর সঙ্গে স্ত্রীর, পরিবারের মধ্যে দ্বিমত থাকবেই, তাই বলে কেউত কারো শূত্র নয়। আপনারা ও বসেন, আমরা ও বসি, সকলেই বসি, আলোচনা করেন, কিন্তু তা না করে কেউ কাউকে নির্যাতন করবেন, অন্যায় ভাবে অত্যাচার করবেন, বাড়ি থেকে উচ্ছেদ করবেন, কারো জমি দখল করবেন, কারো চাকরি থেকে উচ্ছেদ করে দিবেন, এইটা আমরা কোন দিন সাপোর্ট করতে পারিনা। আমাদের কথা ভাই নীতি নৈতিকতার কথা, আমাদের কথা মনুষ্যত্বের কথা, আমাদের কথা অন্যায়ের বিরুদ্ধে কথা।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট নুরুল আলম।
শাল্লা উপজেলা জামায়াতের আমির নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষক সহ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :