সুমন কর্মকার, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা তালা উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত সংরক্ষিত ও সাধারন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে৷ শপথ বাক্য পাঠ করেন তালা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান ৷
বুধবার(০৩ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমীতে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত, শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ নাজমুল হুদা, তালা থানার ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,মাহফুজা আক্তার রুবি, কাজী নজরুল ইসলাম হিল্লোল, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ,তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগন ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক,খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেনসহ সকল ইউপি চেয়ারম্যানগন, অনুষ্ঠানে কুরআন তেলোয়াত করেন আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান, তালার সাংবাদিকবৃন্দসহ শপথ নিতে আসা ১১টি ইউনিয়নের সংরক্ষিত ও সাধারন সদস্যগন উপস্হিত ছিলেন ৷
মন্তব্য করুন