কুলাউড়ায় বিএনপির নেতা স্মরণে ইফতার মাহফিল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন /
কুলাউড়ায় বিএনপির নেতা স্মরণে ইফতার মাহফিল

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর বিএনপির সাবেক ৫নং ওয়ার্ডের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল বারী কুটু মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে আব্দুল বারী স্মৃতি সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত ইফতারপূর্ব দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। মরহুমের পুত্র সাংবাদিক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী ও বদরুজ্জামান সজল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, সদস্য কায়সার আরিফ, জুবের খান, কাদেরী কিবরিয়া চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক তোফায়েল আহমদ ডালিম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মুহিত বাবলু, সিনিয়র সদস্য মুক্তার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সুরমান আহমদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসরাইল আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তারেক হাসান, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, দেশ রুপান্তর জেলা প্রতিনিধি এস আর চৌধুরী অনি, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজীল হাসান খান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই।