পঞ্চগড় জেলা প্রতিনিধি:
মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) দুপুরে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটি সহকারী শিক্ষক জুয়েল ইসলাম, আরিফ রায়হান ও আব্দুল গফুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাত্র প্রতিনিধি মোকাদ্দেসুর রহমান সান, প্রাক্তন ছাত্র তানজিরুল ইসলাম ও শিক্ষার্থী রহুল আমিন।
এ সময় বক্তারা জানান, শান্তিপূর্ণ এ দেশে ধর্ষণের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হওয়ায় দিন দিন এমন ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে- হবে। শিশু থেকে বৃদ্ধ কোনো নারীই এখন নিরাপদ নয়। ধর্ষকদের গ্রেফতার করে সবার সামনে ফাঁসি দেয়া গেলে এ কলঙ্ক থেকে দেশ মুক্তি পাবে বলে দাবি করেন তারা। এ সময় শিক্ষক শিক্ষার্থীরা ধর্ষকের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
আপনার মতামত লিখুন :