তেতুলিয়ায় ইউএনও  আদেশের প্রতিবাদে গণ আপত্তি পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ 


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৫:০০ পূর্বাহ্ন /
তেতুলিয়ায় ইউএনও  আদেশের প্রতিবাদে গণ আপত্তি পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ 

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির বদলির আদেশের প্রতিবাদে গণ আপত্তি জানিয়েছে ওই উপজেলা বিভিন্ন এলাকার মানুষ। এসময় বদলির আদেশ প্রত্যাহার করে পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ করেন তারা৷ বৃহস্পতিবার বিকেলে তারা তাদের দাবি দাওয়া সম্বলিত একটি গণ আপত্তিপত্র জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক বরাবরে জমা দেন।

এ সময় তারা ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির প্রতিবাদে বিক্ষোভও করেন। জানা যায়,বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। তারপরেই উপজেলার কিছু বাসিন্দা তার বদলিতে আপত্তি তোলেন। এ সময় তারা জানান, সৎ ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তিনি স্বার্থান্বেষী কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়েছে। তাই বদলি বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান তারা।