কুলাউড়ায় প্রবাসী ইউএসএ চ্যারিটি ফর বাংলাদেশের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন / ০ Views
কুলাউড়ায় প্রবাসী ইউএসএ চ্যারিটি ফর বাংলাদেশের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়ায় মানবতার সেবায় একঝাঁক যুবক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করতে প্রবাসী ইউএসএ চ্যারিটি ফর বাংলাদেশ নামে রয়েছে তাদের একটি সামাজিক সংগঠন। ওই সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও ৩২টি অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আজিজুর রহমান রুহি, খালেদ সাইফুল্লাহ অঞ্জন, ইমতিয়াজ চৌধুরী, আলী মুনতাসীর শিহান, জহিরুল ইসলাম এশু, সৈয়দ জুয়েল, সাইদ হাসান জুয়েল, সাইফুর রহমান পাপলু, রুবেল, রাজিব নাইড়ু, মাহমুদুর রহমান সুহেল।
ইফতার সামগ্রীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাবের মোক্তাদির দোয়েলসহ সায়েদ আলী, তানিম চৌধুরী ও মহি উদ্দিন রুবেল।

ইফতার সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি ছোলা, ২ লিটার তেল, ৪ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ২০০ গ্রাম গুঁড়া মরিচ, ২০০ গ্রাম হলুদ, ১টি ট্যাংক, ১ কেজি খেজুর, ১টি মুরগি, ১০ কেজি আলু এবং ২০০ গ্রাম দুধ ও নগদ ১ হাজার টাকা দেওয়া হয়েছে ।

জাবের মোক্তাদির দোয়েল জানান, এর আগেও সংগঠনটি মহামারী ও অন্যান্য দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও মানবতার সেবায় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।