মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ৫ দিনে মোট ১৫ জন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ দিনে জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। পুলিশ সুপার কার্যালয় থেকে দেয়া তথ্যে ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আটক ব্যক্তিরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার অমরখানা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে নুর হোসেন (৩৮), পঞ্চগড়ের তেঁতুলিয়া শতদল আদর্শ গুচ্ছগ্রামের বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুরের ছেলে জুয়েল (২৯), তেঁতুলিয়ার মমিনপাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে জসিম উদ্দিন (৪২), পঞ্চগড়ের ঢাঙ্গীপুকুরী গ্রামের নবিউল ইসলামের ছেলে সেলিমুর রহমান ওরফে সেলিম (৩০), দর্জিপাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে আজগর আলী দুলাল (২৮), বোদা ময়দানদিঘী পাথরাজ গ্রামের মধুসুদন বর্মনের ছেলে দেবাশীষবর্মন (৩০), দেবীগঞ্জ কাচারিপাড়া মৃত মহির উদ্দিন আহমেদের ছেলে তারেক হোসেন চানু, বোদার মময়দানদিঘী প্রধানপাড়া গ্রিমের মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৬০), দেবীগঞ্জ সোনাহার নুল্লাপাড়া গ্রামের রেজওয়ানুল হক পুলকের ছেলে রেজওয়ানুল খালেক সুইট (৩৯), আটোয়ারী ছোটদাপ গ্রামের মৃত পইম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫)।
এদিকে, ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দেয়া তথ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ব্যক্তিরা হলেন, পঞ্চগড় পৌর যুবলীগের সদস্য ও পঞ্চগড় সদরের রামের ডাংগা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে রবি (৪০) বোদা থানার মামলায়, ৩নং বেংহারী ইউপির ৯নং ওয়ার্ড এর আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ও বোদা টেকরাপাড়া, তেপুকরিয়া গ্রামের খমিরউদ্দীনের ছেলে ইয়াছিন আলী (৪৩) বোদা থানার মামলায়, দোবীগঞ্জের ৫নং সুন্দরদিঘী ইউপি শাখার সাংগঠনিক সম্পাদক ও খারিজা গুয়াগ্রাম হাজরাডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আনিছুর রহমান (৩৯) দেবীগঞ্জ থানার এফআইআর এ, ১নং মির্জাপুর ইউনিয়নের বারআউলিয়া ৯নং ওয়ার্ড আওয়ামীলীগেরর সহ- সভাপতি ও একই গ্রামের মৃত উজির আলীর ছেলে তসলিম উদ্দীন (৬০) আটোয়ারী থানার এফআইআরএ এবং তেঁতুলিয়া ইউপির আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও রনচন্ডি গ্রামের মৃত আফসার আলীর ছেলে আকবর আলীকে (৪৫) তেঁতুলিয়া মডেল থানার মামলা আটক করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’র ভিত্তিতে পঞ্চগড়ে এ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের অভিযানে এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :