র‌্যাবের অভিযানে সিলেটের জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেষ্টুরেন্ট বন্ধ, আটক ২


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২১, ৭:০২ অপরাহ্ন /
র‌্যাবের অভিযানে সিলেটের জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেষ্টুরেন্ট বন্ধ, আটক ২

সিলেট প্রতিনিধিঃ

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজন বাড়ি রেষ্টুরেন্ট সাময়িক বন্ধ ঘোষণা করেছে র‌্যাব।

মঙ্গলবার ২ নভেম্বর দুপুর দেড়টার দিকে র‌্যাব এর একটি টিম অভিযান চালায়।

অভিযানে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ও লাইসেন্স এর মেয়াদ না থাকায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এসময় রেষ্টুরেন্টের দুই কর্মকর্তাকে আটক করে র‌্যাব।

ঢাকা থেকে আগত র‌্যাব-৯ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলিশ কুমার বসু অভিযানে নেতৃত্ব দেন এবং অভিযান শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, রেষ্টুরেন্টের বিরুদ্ধে নিয়মিত ভোক্তা অধিকার আইনে মামলা দায়ের করা হবে। পরবর্তীতে রেষ্টুরেন্ট খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি জানান, ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন নেই, খাবার পরিবেশনের বৈধ কাগজপত্র নেই। রেষ্টুরেন্টের বিরুদ্ধে নিয়মিত ভোক্তা অধিকার আইনে মামলা দায়ের করা হবে। পরবর্তীতে রেষ্টুরেন্ট খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।