দেবীগঞ্জে উপজেলায় সড়কে দুই কিশোর ট্রাকচাপায় মর্মান্তিক মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন /
দেবীগঞ্জে উপজেলায় সড়কে দুই কিশোর ট্রাকচাপায় মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের চাপায় সঞ্জয় রায় (১৪) ও অনিক রায় (১৩) নামে দুই বাইসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাতে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সঞ্জয় রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে। সঞ্জয় পামূলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক লক্ষ্মীরহাটের একটি ওয়েলডিং এর দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সঞ্জয় সন্ধ্যায় বাজার খরচ করার উদ্দেশে বাড়ি থেকে লক্ষ্মীরহাটে যায়। রাতে বাজার নিয়ে অনিকসহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিল।

পথে লক্ষ্মীরহাট চার তলার মোড় নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের পুলিশি হেফাজতে নেয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।