মাসুম ভাইয়ের জনম দিনে


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২১, ২:৩২ অপরাহ্ন /
মাসুম ভাইয়ের জনম দিনে

সৈয়দ উবায়দুর রহমান শরিফ

 

হেমন্তের ওই হালকা শীতের
আমেজ ভাসে যখন,
মাসুম ভাইয়ের আগমনে
পূর্ণতা পায় তখন।
.
সাহিত্যের ঐ নীল গগণে
স্থান করেছেন যিনি,
প্রিয় স্বজন প্রিয় নাম
সৈয়দ মাসুম তিনি।
.
প্রবাস থেকে দেশের টান
যার মনে দেয় তাড়া,
মা- মাঠি আর মানুষ নিয়ে
কলমযে তাঁর নাড়া।
.
শুভ কামনা রইলো আজি
আপনার জনম দিনে,
আগামীটা হোক মসৃণ
এই জানালাম হীনে।।