সিলেট প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে মসজিদে মাইকিং করে গ্রামবাসী ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষে স্কুলছাত্রসহ অন্তত ২০জন আহত হয়েছেন।
শনিবার ৩০ অক্টোবর বিকেল ৫টার দিকে রামপাশা বাজার স্ট্যান্ডের ব্যাটারি চালিত অটোরিকশা চালক দিলোয়ার হোসেন (১৯) ও খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের কৃষক ওয়ারিছ আলীর স্কুল পড়ুয়া ছাত্র লুকমান হোসেন (১৭) পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় স্কুলছাত্র লুকমান হোসেন (১৭), তার পিতা ওয়ারিছ আলী (৬৫), বড় ভাই বুরহান উদ্দিন (২৮), একই গ্রামের আফতাব আলীর ছেলে জমির আলী (৩১), আব্দুল খালিকের ছেলে শাকিব আহমদ (১৯), আজর আলীর ছেলে একলাছ মিয়া (৪৮), শমশের আলীর ছেলে একরামুল (১৯), আব্দুল কাদিরের ছেলে শাহজাহান (২০) ও নুর উদ্দিনের শিশুপুত্র জিসান আহমদ (১০) আহত হয়েছেন।
এছাড়াও আহত হয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালক দিলোয়ার হোসেন (১৯), তার পক্ষে আরও আহতরা হলেন, রিকশা চালক লয়লু মিয়া (৩০), চান মিয়া (৩৩), মাছুম মিয়া (২২), মৌরশ আলী (২৫) ও আলমগীর হোসেন (২৬)।
উভয় পক্ষের আহত কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাযায়।
রামপাশা ও রাজাগঞ্জ বাজার সড়কের তেঘরি গ্রাম নামক স্থানে দিলোয়ার হোসেনের রিকশা অতিক্রমের সময় স্কুলছাত্র লুকমান হোসেন’র ভ্যান রিকশা লেগে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে রিকশা চালক দিলোয়ার হোসেন রামপাশা বাজারে গিয়ে তার স্ট্যান্ডের সবাইকে অবগত করে।
এসময় রিকশা চালকরা একত্রিত হয়ে রামপাশা কোনাপাড়া গ্রামের মজিদে মাইকিং করে স্কুলছাত্র লুকমান হোসেন’র টমেটো ক্ষেতে গিয়ে হামলা চালালে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে পুলিশ প্রশাসন।
মন্তব্য করুন