পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড় তেতুলিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠছে প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচনী মাঠে আওয়ামীলীগের একাধিক প্রার্থীকে প্রচার-প্রচারণায় দেখা গেলেও স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থীকে দেখা যায়নি।
আসন্ন তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন বা যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, তেতুলিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু,বাংলাদেশ কেন্দ্রী কৃষকলীগ কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, ৩ নং তেতুলিয়া সদরইউপি সাবেক চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, তেতুলিয়া চৌরাস্তা বাজার কাপর ব্যবসাহী মোঃ নিজাম উদ্দীন খান।
এছাড়া ভাইসচেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান তেতুলিয়াউপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুব আলী, তেতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তৌহিদ হাসান তুহিন
ও তেতুলিয়া উপজেলা ৪ নং শালবাহান কৃষকলীগের সাধারন সম্পাদক আবু আশরাফ, তেতুলিয়া উপজেলা কৃষকলিগের সাধারন সম্পাদক কবির হোসেন,এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনের নাম শোনা গেলেওবর্তমান ভাইস চেয়ারম্যান তেতুলিয়া উপজেলা মহিলা বিএনপির সম্পাদিকা সুলতানা রাজিয়া ছাড়া মাঠে অন্য কোন প্রার্থীর খোজ মিলছে না।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় তিনটি পদেই আওয়ামীলীগের একাধিক প্রার্থীর প্রচারণা দেখা গেলেও নির্বাচনী মাঠে নেই স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থীরা।
জানাযায়, তেতুলিয়ায় উপজেলার ৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫ হাজার ৩৬৮ জন।তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; তেঁতুলিয়া উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।জনসংখ্যা ১২৫৪৫৪; পুরুষ ৬৩৪৬৩, মহিলা ৬১৯৯১। মুসলিম ১২২৮২১, হিন্দু ২৩৩৫, বৌদ্ধ ১০, খ্রিস্টান ২০৬ এবং অন্যান্য ৮২। এ উপজেলায় সাঁওতাল, রাজবংশী প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
এদিকে সাধারণ ভোটাররা বলছেন, দলীয় প্রতীক না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বীপূর্ণ হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীরা ইতিমধ্যেই গণসংযোগ শুরু করেছেন। গ্রামগঞ্জের হাট-বাজার ও চা স্টলগুলোতে চলছে নির্বাচনী আলাপচারিতা। ভোটাররা মনে করছেন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সুষ্ঠ নির্বাচন হলে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে।তেতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফজলে রাব্বিবলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :