পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের ১০০(একশত) দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ খ্রি. তারিখে জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন, পঞ্চগড়- কে “Single Use Plastic’’-মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক উপজেলা নির্বাহী অফিসার, পঞ্চগড় সদর, পঞ্চগড় জনাব মো: জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, পঞ্চগড় সদর সার্কেল মো: আমিরুল্লাহ, সিভিল সার্জনের কার্যালয়, পঞ্চগড় এর মেডিকেল অফিসার ডা. এস, এম, শরীফ আফজাল, শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব নাসিমুল হক। মতবিনিময় সভায় প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন ও ভিডিও প্রদর্শন করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মো: ইউসুফ আলী।
এছাড়া পঞ্চগড় জেলার সিনিয়র সাংবাদিক জনাব শহিদুল ইসলাম শহিদ, শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। এসময় উপস্থিত সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের সচেতনতামূলক কার্যক্রম অব্যহত থাকবে।
মন্তব্য করুন