শাল্লা থানার অফিসার ইনচার্জের উদ্দ্যেগে অসহায় নিম্নবিত্ত ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন /
শাল্লা থানার অফিসার ইনচার্জের উদ্দ্যেগে অসহায় নিম্নবিত্ত ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা

শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ 

পুলিশ জনগণের বন্ধু সেই প্রতিপাদ্য  এবং তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস উপলক্ষে অদ্য ১৩ মার্চ বুধবার অফিসার ইনচার্জ শাল্লা থানা মোহাম্মদ মিজানুর রহমানের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় শাল্লা থানা প্রাঙ্গনে শাল্লা থানা এলাকার অসহায়,  নিম্নবিত্ত এবং শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে ৫০টি পরিবারের প্রতিটি পরিবারের মাঝে (০৫কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি লবন, ০১ কেজি সয়াবিন তেল, ০১ কেজি ছোলা, ০২ কেজি আলু ও ০১ কেজি পেয়াঁজ) বিতরন করা হয়।

সেই সাথে শাল্লা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিত্তবানদের প্রতি এই মহিমান্বিত মাসে অসহায় মানুষের  এগিয়ে আসার আহ্বান জানান।