শাল্লায় বজ্রপাতে কলেজ ছাত্র নিহতঃ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন /
শাল্লায় বজ্রপাতে কলেজ ছাত্র নিহতঃ

শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব প্রতিনিধি 

সুনামগঞ্জের শাল্লায় বজ্রাঘাতে রিমন তালুকদার(২০) নামে এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, ২৮ এপ্রিল সোমবার

সকাল (অনুমান) ৬টা ৩০ মিনিটে উপজেলার আটগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিমন আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের জাহেদ তালুকদারের ছেলে ও শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, রিমন তালুকদার শাল্লা সরকারি কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্র।সকাল ৬টা ৩০মিনিটে  বাড়ির পাশে কালিকোটা হাওরে গরু নিয়ে যায়। তখন তীব্র বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এসময় বজ্রপাতে একটি গরুও ভস্মীভূত হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।