মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২১, ১২:১১ পূর্বাহ্ন /
মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে  ::

হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম।

তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা ও সিলেটগামী দুটি ট্রাক মহাসড়কের সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকেরই চালক ঘটনাস্থলেই নিহত হন। তাদের পরিচয় জানা যায়নি।

তিনি আরো বলেন, মরদেহ দুটি উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি হাইওয়ে থানায় নেয়া হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে