সিলেট প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। ২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত ওই কলেজছাত্রের নাম আরিফুল ইসলাম (১৯)। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং তেতলী এলাকার সুরমান মিয়ার ছেলে। নিহত আরিফুল ইসলাম আগে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।
নিহত ছাত্রের চাচাতো ভাই আশরাফুল ইসলাম (১৮) বলেন, বৃহস্পতিবার সকালে তাঁরা দুজন একসঙ্গে মোটরসাইকেলযোগে কোচিং করতে যাচ্ছিলেন। আরিফুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে তিনি সহপাঠীদের সঙ্গে দেখা করার কথা বলে মোটরসাইকেল নিয়ে কলেজের ভেতরে ঢোকেন। বন্ধুদের ফোন দিয়ে না পেয়ে কলেজ থেকে বের হয়ে আসছিলেন তাঁরা। এ সময় সাদি নামের এক শিক্ষার্থী আরিফুলকে ছুরিকাঘাত করে নিজের মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এ সময় আশরাফুলদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে আরিফুলকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।
আশরাফুল অভিযোগ করে বলেন, হামলাকারী সাদি ছাত্রলীগের বর্তমান কমিটির একটি পক্ষের সক্রিয় কর্মী। তবে কেন তিনি আরিফুলকে ছুরিকাঘাত করেছেন, সেটি তাঁর জানা নেই।
শিক্ষার্থী হত্যার ঘটনায়, ২৬ অক্টোবর পর্যন্ত ওই কলেজের পাঠদান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম জানান, ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।
ছুরিকাঘাতে নিহত ওই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন