সিলেট প্রতিনিধিঃ
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার ১৮ অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মোছাদ্দেক হাসান বলেন, ‘বাংলাদেশ যে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে সেই নৈতিক অবস্থান আজ হুমকির মুখে। প্রতিনিয়ত ধর্মকে ব্যবহার করে দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা যে বিভাজনের সৃষ্টি করেছে, তার এক চূড়ান্ত রুপ ইসলাম ধর্মকে অবমাননার চক্রান্ত এবং তার রেশ ধরে গত কয়েকদিনের দেশব্যাপী মন্দির ও সনাতন ধর্মাবলম্বিদের ওপর হামলা।’
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাজর্ষী ভট্টাচার্য্য বলেন, ‘গতকাল রংপুরে রাতের অন্ধকারে যে বিভীষিকা আমরা দেখেছি, সেই সাথে গত কয়েকদিন যাবৎ কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে যে নিন্দনীয় ঘটনা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে, তার তীব্রনিন্দা ও শোক প্রকাশ করছি। দীর্ঘ সময়ব্যাপী বিচারহীনতার সংস্কৃতি এবং প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার ফলেই সাম্প্রদায়িক চিন্তার বহিপ্রকাশ ঘটছে, বাড়ছে দেশের মানুষের মাঝে বিভাজনের।’
ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী নবনীতা কর্মকার বলেন, ‘বাংলাদেশ যে বিপদ সংকেতের সামনে দাঁড়িয়ে, সেটা মহাবিপদ সংকেতে রুপ নেওয়ার আগেই এর লাগাম টেনে ধরার দায়িত্ব এই রাষ্ট্রের, এই দেশের প্রত্যেকটা মানুষের।
মন্তব্য করুন