দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জামালগঞ্জে মতবিনিময় সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২১, ১২:১৭ পূর্বাহ্ন /
দূর্গাপূজা উদযাপন উপলক্ষে  জামালগঞ্জে মতবিনিময় সভা

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জঃ উৎসব মূখর পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে শারদীয় দূর্গাপূজায়  অংশ গ্রহন করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যারা ভীতি সঞ্চার করার চেস্টা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। মুসলিমদের নৈতিক দ্বায়ীত্ব পার্শ্ববর্তী পূজা মন্ডপে সহযোগিতা ও নিরাপত্তা দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর মাথা নিচু হয় ও সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কোন কাজ করা যাবে না। পূজার সময় মা বোনদের সম্মানের প্রতি বিশেষ নজর রাখতে হবে।পূজা উৎসবে কুরুচীপূর্ণ গানবাজনা ও  বিশেষ করে নামাজের সময় গান ও উচ্চ স্বরে বাদ্য বাজানো থেকে বিরত থাকুন। আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে আছি। অতীতের কোনো ভুল বোঝাবুঝি থাকলে পুজার সময়ে তা ভুলে যাবেন।

সুনামগঞ্জের জামালগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় গতকাল ১০ অক্টোবর রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন একথা বলেন।

উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও  ফেনারবাক ইউনিয়ন চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, উত্তর ইউনিয়ন চেয়ারম্যান রজব আলী তালুকদার, সদর ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, বেহেলী ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার তালুকদার, সাচনা বাজার ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ , জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সম্ভু আচার্য্য, উত্তর ইউনিয়ন পূজা কমিটির সভাপতি চন্দন রায়, সাংগঠনিক সম্পাদক লিঠন পাল,বেহেলী ইউনিয়ন পূজা কমিটির সভাপতি সুবোধ তালুকদার, জামালগঞ্জ উপজেলা পূজা কমিটির সদস্য কৃপেশ দত্ত প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পূজা চলাকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নজর রাখবে। পূজার সময়ে মাদকদ্রব্য থেকে সতর্ক থাকুন। পূজা মন্ডপে কেউ অরাজকতা সৃষ্টি করার অপচেস্টা চালালে তা কঠোর হস্তে দমন করা হবে।  এবছর জামালগঞ্জ উপজেলায় ৬ টি ইউনিয়নে ৫২ টি পূজা অনুষ্ঠিত হবে। মতবিনিময় শেষে দূর্গাপূজা উপলক্ষে সাংবাদিক অঞ্জন পুরকায়স্থের সম্পাদনায় আধ্যা শক্তি মহামায়া সংকলনের সপ্তম সংখ্যার মোড়ক উম্মোচন করেন জেলা প্রশাসক।