সিলেট প্রতিনিধিঃ ভাষাসৈনিক ও সাবেক সাংসদ পীর হবিবুর রহমানে জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, পীর হবিবুর রহমান সারাজীবন ব্যক্তিগত লোভ-লালসার উর্ধ্বে থেকে গণমানুষের রাজনীতি করে গেছেন। দেশপ্রেমিক প্রজন্ম গড়তে পীর হবিবের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। তিনি ছিলেন আদর্শিক রাজনীতির বাতিঘর।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পীর হবিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ৯ অক্টোবর
শনিবার রাতে নগরের পূর্ব জিন্দাবাজারের একটি হোটেলের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে যে রাজনৈতিক সংকট ও আস্থাহীনতা চলছে সেটা থেকে উত্তরণের জন্য পীর হবিবুর রহমানের মতো রাজনীতিবীদদের রেখে যাওয়া আদর্শের চর্চা বাড়াতে হবে। তাঁর স্মরণে নির্মিত পাঠাগারটি দ্রুত পুনরায় চালু করতে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রতি জোর দাবি জানাই।
জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদের সভাপতিত্বে ও সাংবাদিক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় পীর হবিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনায় অংশ নেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট জেলা সভাপতি ধীরেন সিংহ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি আবদুল জব্বার জলিল, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান, বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সৈয়দ মনির হেলাল, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, শিক্ষক ও সংগঠক প্রণব কান্তি দেব, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, সিলেট জেলা গণতন্ত্রপার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, দৈনিক সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক নাজমুল কবীর পাভেল, গণজাগরণ মঞ্চ সিলেটের মূখপাত্র দেবাশীষ দেবু, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক দেবব্রত রায় দিপন, পীর হবিবুর রহমানের নাতী সৈয়দ বেলায়েত আলী লিমন, যুবলীগ নেতা কবীরুল ইসলাম কবীর, তরুণ উদ্যোক্তা শাকিল জামান ও জায়েদ আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী, নির্মল রঞ্জন দাস প্রমুখ।
আপনার মতামত লিখুন :