সিলেট প্রতিনিধিঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আসুন আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই। তিনি গতকাল ৮ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় নগরীর মীরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৮ বাংলা আয়োজিত বৃত্তি ও সেবা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মেয়র আরিফ নগরীর রাস্তাঘাট পরিষ্কার রেখে হেলদি সিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত সিলেটের সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে নান্দনিক ভাবে গড়ে তুলতেও তাঁর প্রচেষ্টার কথা তুলে ধরেন। নতুন প্রজন্মকে মাদক দ্রব্য থেকে দূরে রাখতে সকল অভিভাবকদের সচেতন থাকার আহবান জানান। মহালয়ায় সুধীজনদেরকে শ্রদ্ধা জানাবার প্রয়াসকেও সাধুবাদ জানান।
মহালয়া উদযাপন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথের সভাপতিত্বে ও সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানীত অতিথি ও মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার পি.কে চৌধুরী, মহালয়ার উপদেষ্টা, সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, মহালয়ার প্রধান সমন্বয়ক সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, উপদেষ্টা উত্তরা ব্যাংকের প্রাক্তন জেনারেল ম্যানেজার নিরেশ চন্দ্র দাশ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় সদস্য রজত কান্তি ভট্টাচার্য্য, পরিষদের যুগ্ম সমন্বয়ক সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম সমন্বয়ক প্রফেসর অরুণ চন্দ্র পাল, সহ-সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু, শিলা চৌধুরী, নিধীর রঞ্জন সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, সহ সম্পাদক উত্তম ঘোষ, অসিত কুমার সূত্রধর, অর্জুন চক্রবর্তী, লেখক তারেশ কান্তি তালুকদার, ব্যাংকার জ্যোতির্ময় দাশ যীশু, হারাধন দেব প্রভাষ, সাংগঠনিক সম্পাদক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার অরুণ কুমার বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক শিক্ষক ভানু চন্দ্র পাল, চন্দ্র শেখর দে চপল, মৃণাল কান্তি চৌধুর মঞ্জু, কোষাধ্যক্ষ শিক্ষক অনুকুল সূত্রধর, সহ কোষাধ্যক্ষ অখিল সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষয়িত্রী শাশ্বতী ঘোষ সোমা, সাংস্কৃতিক সম্পাদক নাট্যকর্মী অমিত ত্রিবেদী, সহ সাংস্কৃতিক সম্পাদক পরাগ রেণু দেব তমা, সীমা রাণী সরকার, হিল্লোল শর্ম্মা, সহ প্রচার সম্পাদক সিদ্ধার্থ দে, রণি চন্দ্র শীল, সহ আপ্যায়ন সম্পাদক দেবব্রত দেব শিমুল, কার্যকরী সদস্য অধ্যাপক সুবিনয় আচার্য্য রাজু প্রমুখ।
অনুষ্ঠানে বীরেন্দ্র কুমার চন্দ স্মৃতিবৃত্তি প্রদান করেন এডভোকেট বিক্রম কুমার চন্দ ও এ্যাপেক্সিয়ান চন্দন দাশ কামরান স্মৃতি বৃত্তি প্রদান করেন। এছাড়াও আরো কয়েকটি বৃত্তি প্রদান করা হয় সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও হাইস্কুলের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে।
এদিকে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল বলেন, রক্ত দানের চেয়ে মূল্যবান কাজ আর নেই। রক্তদানে কোন সমস্যাও নেই। ১৫ বছরের ঊর্ধ্বে সুস্থ্য যে কোন মানুষ নিয়মিত রক্তদান করতে পারেন। তিনি আরো বলেন, আমরা যেহেতু কেউ অনন্ত কালের জন্য পৃথিবীতে আসিনি, তাই আমরা যদি একটু অন্যের উপকারে আসতে পারি সেটাই ভাল। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের পরিচালনায় রক্তদান কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
দুপুর সাড়ে ১২টায় পরিষদের সাংস্কৃতিক সম্পাদক নাট্যকর্মী অমিত ত্রিবেদী ও সহ সাংস্কৃতিক সম্পাদক পরাগ রেণু দেব তমার পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন তাদের দল। শেষে প্রসাদ বিতণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
মন্তব্য করুন