তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সেতুর এপ্রোচে ধ্বসে যাচ্ছে। সংস্কারের পর এক মাস না যেতেই ধসে গেছে। সম্প্রতি সংস্কার করা হলেও সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের এ অংশটির মাটি ধসে যায়। এতে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ সিলেট সুনামগঞ্জগামী হাজার হাজার যানবাহন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক ও জনপথ বিভাগ এক মাস আগে ঠিকাদারদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ সড়কটি সংস্কার করে। সেতুর সংযোগস্থল নির্মাণ কাজটি কয়েক দিনের মধ্যে শেষ করা হয়। নির্মাণের এক মাসের মধ্যে আবারও সেতুর পশ্চিম পাড়ের সংযোগস্থলটি নতুন করে ধসে যায়। এতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে বলে জানান গাড়ি চালকরা।
সরেজমিনে দেখা যায়, সদরপুর সেতুর পশ্চিমপাড়ে মাটি সরে গেছে। ধসে যাওয়া সড়কে লাল কাপড় বেঁধে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে। সদরপুর গ্রামের নুরুল আমিন বলেন, ‘সদরপুর সেতু সংলগ্ন সড়কটি দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিছুদিন আগে সেতুর মুখটি নির্মাণ কর হয়। মাস না পেরোতেই আবারও দেবে গেছে। এখন দ্রুত মেরামত করা প্রয়োজন। তা না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ শান্তিগঞ্জ থানা-পুলিশের উপপুলিশ পরিদর্শক বাবুল হাওলাদার বলেন, গত বুধবার দুপুরে থানা এলাকায় ডিউটিকালে সদরপুর এলাকায় অবস্থান করি। আঞ্চলিক মহাসড়কে সেতুর মুখে লাল কাপড় দিয়ে দুর্ঘটনা এড়াতে সতর্কতা জারি করেছি। আশা করি কিছুটা হলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ জানান, সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের এই ব্রীজের এপ্রোচটি অতি গুরুত্বপূর্ণ। এপ্রোচটি ধসে যাওয়ায় রাস্তাটি ঝুকির মধ্যে রয়েছে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি দ্রুত গতিতে সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নজরে নিয়ে সংস্কার করা প্রয়োজন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমাণিক বলেন, সদরপুর সেতুর ত্রুটিপূর্ণ অংশে কাজ চলমান রয়েছে। ঠিকাদারের লোকজন নিচের অংশ কাজ করেছে। উপরের অংশে এখনো কাজ শুরু হয়নি। তারপরও সংশ্লিষ্ট ঠিকাদারকে দেবে যাওয়া অংশ মেরামত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন