পানিসহ নিত্যপণ্যের দাম কমাতে বাসদের মানববন্ধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২১, ১১:৫২ অপরাহ্ন /
পানিসহ নিত্যপণ্যের দাম কমাতে বাসদের মানববন্ধন

সিলেট প্রতিনিধিঃ সিসিকের পানির মূল্য বৃদ্ধি ও চাল,.ডাল,তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও সনজয় শর্মার পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রূমন বিশ্বাস, মামুন বেপারী, কাজল আহমদ, আব্দুল কুদ্দুছ, ইউসুফ আহমদ, কোরবান আলী, সুরূজ মিয়া, ইমরান আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একদিকে করোনায় বিপর্যস্ত মানুষ অন্যদিকে লুটেরা সিন্ডিকেট ব্যবসায়ী এবং সরকারের উদাসীনতার কারণে চাল, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অব্যাহত মূল্য বৃদ্ধি চলছে। এই কারণে সাধারণ দিন মজুর শ্রমজীবী মানুষের সংকট আরো গভীরতর হচ্ছে।
বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশন অযৌক্তিকভাবে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থনৈতিক সংকটকালীন সময়ে সিসিকের পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত শুধু গণবিরোধীই নয় কর্তৃপক্ষের নাগরিকদের প্রতি দায়িহীনতার প্রমাণ।

বক্তারা অবিলম্বে সিসিকের পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, চাল,ডাল-পিঁয়াজ,আদা,রসুনসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবি জানান।