
বিকাশ রায় বাবুল ,নীলফামারী প্রতিনিধি: সন্নিকটে সনাতন ধর্মালম্বীদের শারদীয়া দূর্গা পুঁজা উপলক্ষে প্রতিমা তৈরী প্রায় শেষের দিকে। তাই মন্ডবগুলোতে চলছে শিল্পীদের প্রতিমার গাঁয়ে রং তুলির কাজ। নীলফামারীর ডোমার উপজেলায় ১০১ টি পূঁজামন্ডবে এমন চিত্র দেখা যায়। রাতদিন রং তুলির কাজ ও প্রতিমার অন্যান্য কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ইতিমধ্যে উপজেলার সনাতন ধর্মলম্বীদের সর্বত্রই শুরু হয়েছে দুর্গাৎসবের ঘনঘটা। দেবী দূর্গাকে স্বাগত জানাতে মন্ডবগুলোতে চলছে সাজসাজ রব।
পঞ্জিকানুযায়ী আগামী ১১ই অক্টোবর শুভ শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ১৫ই অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গৎসবের ইতি ঘটবে এবং দুর্গতিনাশিনী দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে স্বর্ণ শিখরে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন। পেছনে ফেলে যাবেন ভক্তদের শ্রদ্ধা ও আনন্দমাখা অশ্রæজল। রেখে যাবেন আগামী বছরের ফিরে আসার অঙ্গীকার।
প্রতিমা কারিগর চিনিরাম বর্মণ জানান, শিল্পীরা প্রতিমা আর্কষণীয় রুপে তৈরী করতে রীতিমতো রং তুলির প্রতিযোগীতায় মেতে উঠেছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি অতি সৌন্ধর্য্যেমন্ডিত প্রতিমা তৈরী করতে। এছাড়াও নিতাই চন্দ্রসহ অনেক মৃৎশিল্পী জানান, সবচেয়ে বেশি ভালো লাগে যখন প্রতিমা তৈরীর কাজ শেষে সবাই পূজা অর্চনা করে,আনন্দ মুখর হয়ে উঠে সবত্র। তখন আমাদের শ্রমকে সার্থক মনে হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী রামকৃষ্ণ বর্মন জানান, বৈশি^ক মহামারী করোনার থাবায় গত বছর কঠোর বিধি নিষেধ মেনে শুধু পূজা অর্চনা করা হয়েছে। এবারেও কেন্দ্রের দেয়া বিধি নিষেধ মেনে মন্ডবগুলোতে পূজা অর্চনা করা হবে।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :