দিরাইয়ে প্রয়াত আ’লীগ নেতা আছাব উদ্দিন’র শোক সভায় পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২১, ১২:১৩ পূর্বাহ্ন /
দিরাইয়ে প্রয়াত আ’লীগ নেতা আছাব উদ্দিন’র  শোক সভায় পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দিরাই’র মাটি ও গণমানুষের নেতা আছাব উদ্দিন সরদার আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন।  তাঁর মতো নিবেদিত প্রাণ নেতার দলে বড়ই প্রয়োজন। তিনি বলেন আমি উন্নয়নে বিশ্বাসী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন । আমি নেত্রীর পরামর্শ নিয়ে উন্নয়ন করে যাচ্ছি ।

রোববার বিকেলে দিরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আছাব উদ্দিন সরদার স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

দিরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরন সরকারের সভাপতিত্বে ও দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রজ্ঞন রায় ও রুবেল সরদারের যৌথ সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম,সহসভাপতি এড. অবনী মোহন দাস,সহসভাপতি মো. আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী,দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র মো. মোশারফ মিয়া,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস,শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসাইন,শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন,দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুর রাজ্জাক সরদার,হাজী মজির উদ্দিন মিয়া,দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী,দিরাই যুবলীগ নেতা শাহ আলম সরদার,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম,শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন,আব্দুল গণি ভান্ডারী প্রমুখ।

মন্ত্রী দুঃখ করে বলেন, আমি যখন সুনামগঞ্জের উন্নয়ন করতে ব্যস্ত ঠিক সে সময়ে আমাদের দলের কিছু সুবিধাবাদীরা আমার নামে বদনাম করছে , আমি নাকি শুধু শান্তি গঞ্জের উন্নয়ন করছি । তিনি বলেন আমি চেয়ে ছিলাম স্থানীয় এমপি জয়া সেনগুপ্তা কে নিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে আছাব উদ্দিন সরদার সহ সকল প্রয়াতদের শোকসভা করবো আমি তাঁকে ফোন ও করেছিলাম, তিনি অসুস্থতার অজুহাতে আমার গুরুত্ব দেননি । মাননীয় প্রধানমন্ত্রী আমার যোগ্যতা আছে বলেই আমাকে এ মহান দায়িত্ব দিয়েছেন। আপনাদের উন্নয়নের যোগ্যতা নাই বলেই উন্নয়নের বিরোধিতা করছেন ।

তিনি কারো নাম উল্লেখ না করে বলেন, উন্নয়ন করতে না পারলে অন্তত উন্নয়ন কাজে বাঁধা দিবেন না। মন্ত্রী বলেন সারা দেশে আওয়ামী লীগ সরকারের ছোঁয়া লেগেছে অথচ আমাদের দিরাই শাল্লা বাসী আজও উন্নয়ন বঞ্চিত । বিরোধ নয় আসুন আমরা ঐক্য বদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করি। সভায় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এর আগে মন্ত্রী প্রয়াত আছাব উদ্দিন সরদারের বাসভবনে পরিবারের সাথে মতবিনিময় করেন।