সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২১, ৮:৩১ অপরাহ্ন /
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও ও চিলাইপাড় গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যার কিছুটা আগে বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে ছফির উদ্দিনের পুকুরে ও হায়দর আলী পুকুরে আলাদাভাবে বাড়ির লোকজনের অগোচরে দুটি শিশু গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।
কিছুক্ষন পর বাড়ির লোকজন পুকুরে গিয়ে শিশু দুটির ভাসমান লাশ দেখতে পায়। নিহত শিশুর নাম আমেনা খাতুন (৫)।
অপরদিকে জুমগাঁও গ্রামের হায়দর আলীর পুকুরের পানিতে পড়ে ২০ মাস বয়সী ছেলে মিছবাউল ইসলামের মৃত্যু হয়। বাড়ির লোকজনের অগোচরে তাহার পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়। পরবর্তীতে শিশু দুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, পানিতে পড়ে দুজনের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।