ডেস্ক রিপোর্টঃ আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সম্মত হয়েছে চীন, রাশিয়া ও পাকিস্তান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কাবুলে অনুষ্ঠিত আলোচনায় তিন দেশের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূতরা তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ব্যাপারে একমত হয়েছেন। আফগানিস্তানের শান্তি ও সমৃদ্ধির স্বার্থেই এটি প্রয়োজন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম স্পুটনিক।
আরো পড়ুনঃ বিমানবন্দরে স্থাপন করা হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব !
বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের শান্তি ও সমৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে গঠনমূলক যোগাযোগ বজায় রাখার ব্যাপারে তিন দেশ একমত হয়েছে। তালেবানের পক্ষ থেকেও আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা জোরদার করতে তিন দেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয়েছে।
মন্তব্য করুন