কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২১, ১১:৩৫ অপরাহ্ন /
কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ প্রতিপাদ্যকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল অফিসার ডা: জয়দ্বীপ পালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান

অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। উপজেলা পুষ্টি কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মো: হিদায়েতুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মধুছন্দা দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন
সরকার, অধ্যাপক শাহাজান মানিক, হীড বাংলাদেশ এর লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিক, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, সিনিয়র পুষ্টি কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর মোস্তফা হায়দার মিলন প্রমুখ।