১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর কুলাউড়ায় বিজয়মেলা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২১, ১:৫৬ পূর্বাহ্ন /
১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর কুলাউড়ায় বিজয়মেলা

কুলাউড়া প্রতিনিধি:

কুলাউড়া পৌরসভার আয়োজনে তিন দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু উদ্যানে তিন দিনব্যাপী এই বিজয়মেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিজয়মেলা সফলভাবে সম্পন্নের লক্ষ্যে গত রবিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার কাউন্সিলর কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরা দে, কমিউনিস্ট পার্টির নেতা খন্দকার লুৎফুর রহমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম এনাম, জাসদ নেতা রফিকুল ইসলাম টিপ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মঈনুর রহমান সোয়েব। সভায় পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সূত্র জানায়, আগামী ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর তিন দিনব্যাপী মেলায় বর্ণাঢ্য স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হবে।