হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন /
হবিগঞ্জে  অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে তোলার একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার(৩০ জানুয়ারী)  সকাল সাড়ে ১০টার দিকে পানিউমদা বাজারের সোনা মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে হঠাৎ তিনতলা বিশিষ্ট সোনা মিয়া মার্কেটের নিচতলায় অবস্থিত তোলার গোডাউন ও একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো নিচতলায়। মার্কেটের দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের একটি শাখা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিস স্টেশন ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে গোডাউনে রাখা তোলা ও দোকানের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

বাহুবল ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।