হবিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন /
হবিগঞ্জে  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শাহ আলম (৪৩) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আর্মি ক্যাম্পের সদস্যরা। সোমবার (২৪ নভেম্বর) ভোরে জগদীশপুর গ্রামে টানা চার ঘণ্টার অভিযানে তার কাছে পাওয়া যায় ৯২ পিস ইয়াবা ও ৬৬০ গ্রাম গাঁজা।
সেনাবাহিনীর মাধবপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত চলে এ অভিযান। দীর্ঘদিন ধরে শাহআলম এলাকায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালালেও ভয়-ভীতি ও প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে মুখ খুলতে দিতেন না বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বারবারই রক্ষা পেতেন।
অভিযান শেষে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ শাহআলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাধবপুর থানার এসআই শামীমের কাছে হস্তান্তর করা হয়। মাধবপুর থানার ওসি মো. শহিদ উল্ল্যা বলেন, “সেনাবাহিনী সফল একটি অভিযান পরিচালনা করেছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের প্রত্যাশা, শাহআলমের গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় মাদকের বিস্তার কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে।