হবিগঞ্জে হাত-পায়ের রগ কেটে এক ব্যক্তিকে হত্যা গ্রেফতার ১


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ১০:২৮ অপরাহ্ন /
হবিগঞ্জে হাত-পায়ের রগ কেটে এক ব্যক্তিকে হত্যা গ্রেফতার ১
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥
বানিয়াচংয়ে রাতের আঁধারে হাওরের মধ্যে মাহফুজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের জেরে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। গত ২২ নভেম্বর শনিবার রাত আনুমানিক ১১টার দিকে হাওরে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। নিহত মাহফুজ মিয়া পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামের লিবাস মিয়ার পুত্র।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে মাহফুজ মিয়া (নিহত) তার ভাই তবারক মিয়াকে নিয়ে হাওরে জমিতে ‘পাটিবাইন’ (বাঁধ) দিতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে মাহফুজ মিয়াকে দায়িত্বে রেখে তার ভাই তবারক মিয়া বাড়িতে ফিরে আসেন। ভাই তবারক মিয়া ফিরে আসার পরপরই পূর্বশত্রুতার জেরে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে মারুফ ও এহিয়াসহ সঙ্গীয়রা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহফুজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে। গুরুতর আহত অবস্থায় মাহফুজ মিয়া হাওরের মধ্যে পড়ে থাকলে স্থানীয় লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত মাহফুজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রবিবার( ২৩ নভেম্বর) সকালে হবিগঞ্জ সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এদিকে এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে নিহত মাহফুজের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে মাহফুজ মিয়াকে কুপিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা পালিয়ে যাওয়ার পথে চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ তালুকদার (৩০) পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন বলেন, “হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে আটক করা হয়েছে। ইয়াহিয়াসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।”