
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দ নেছার আহমেদ (৫০) নামে মৌলভীবাজারের কমলগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে খোরফাক্কান শহরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত নেছার আহমেদ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের আসমত উল্লাহর ছেলে।
জানা যায়, প্রায় ৩০ বছর আগে নেছার আহমেদ আরব আমিরাতে যান। সেখানে একটি সরকারি স্কুলের গাড়ি চালাতেন। সোমবার রাতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে থাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক। এমন হৃদয়বিদারক ঘটনায় নিজ পরিবার, এলাকা ও আত্মীয়স্বজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নেছার আহমদের ভাতিজা সৈয়দ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাচার লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। সোমবার রাতে আরব আমিরাতের খোরফাক্কান নিজ বাসায় ইন্তেকাল করেন।
আপনার মতামত লিখুন :