কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম সালাউদ্দিন (২৫)। তিনি বড়লেখা উপজেলার ভোলারকান্দি গ্রামের বাসিন্দা। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার আছুরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম আহমদ জানান, সালাউদ্দিন মোটরসাইকেলে করে কুলাউড়ার দিকে আসছিলন। মোটরসাইকেলের পেছনে আরেকজন ছিলেন। তিনি সালাউদ্দিনের বন্ধু। তারা আছুরিঘাট এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলটি উল্টে পড়ে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় সালাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :