হবিগঞ্জে টানা বৃষ্টিতে শহরের জনজীবন বিপর্যস্ত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন /
হবিগঞ্জে টানা   বৃষ্টিতে শহরের জনজীবন বিপর্যস্ত

হবিগঞ্জ প্রতিনিধি  ॥

টানা ২৪ ঘন্টা প্রবল বর্ষণে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণ থেমে থেমে অব্যাহত থাকায় শহরের নিচু এলাকা ও সড়কগুলোতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পানি জমে সবচেয়ে বেশি তিগ্রস্ত হয়েছে শায়েস্তানগর, পুরাতন পৌরসভা, উমেদনগর, কোর্ট সড়ক, ইনাতাবাদ, পুরাতন খোয়াইপাড়াসহ বেশ কয়েকটি এলাকা। অনেক এলাকায় ঘরে পানি প্রবেশ করায় পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও পানিতে ডুবে যাওয়ায় ব্যবসায়ীরা তির মুখে পড়েছেন। বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীনও ছিল। শহরের প্রধান সড়কগুলোতে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও গাড়ি বন্ধ হয়ে আটকে পড়ে ভোগান্তি বাড়িয়েছে। স্কুলগামী শিক্ষার্থীরা কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে এবং আইনজীবী ও বিচারপ্রার্থীরা হাটু পানির ভেতর দিয়ে চলাচল করতে বাধ্য হয়েছেন।

এদিকে, দীর্ঘ সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থানীয়রা পৌরসভার অব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করছেন। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই শহরের অর্ধেক ডুবে যায়, অথচ বছরের পর বছর ধরে স্থায়ী সমাধান নেওয়া হয়নি। পানি নিষ্কাশনের উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।