নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মুদি ব্যবসায়ী মো. জিলু মিয়া (৬০) কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ মে) রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, বিস্কুট কেনার কথা বলে ঘুম থেকে ডেকে এনে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ সুপার এ এনএম সাজেদুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় মাধবপুর থানা পুলিশ ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির কয়েকটি টিম স্থানীয় জনগণের সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে। এর ফলে মূল হত্যাকারী জাহাঙ্গীর আলম (৩০) কে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর উপজেলার কালিকাপুর এলাকার মৃত ইদ্রিস আলীর পুত্র। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্বের একটি মারামারির ঘটনায় আসামি জাহাঙ্গীরের পক্ষে জিলু মিয়া সাক্ষ্য না দেওয়ায় ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এঘটনায় মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।
পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের দিক নির্দেশনায় মাধবপুর থানা পুলিশ ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির যৌথ প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয় । স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় এই ধরনের অপরাধের দ্রুত সমাধান সম্ভব হচ্ছে, যা আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আপনার মতামত লিখুন :