শাল্লায় ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিতঃ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৬, ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ন /
শাল্লায় ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিতঃ

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি’
নিজের জমি সুরক্ষিত রাখি”

এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস শাল্লা সুনামগঞ্জের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে ২৫ মে রবিবার নাগরিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর জনবান্ধব ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমোশন প্রকল্পের আয়োজনে ভূমি মেলা ২০২৫ আয়োজন করা হয়।

রবিবার (২৫ মে) উপজেলা কনফারেন্স রুমে জন সচেতনতা মূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে – উপজেলা প্রকৌশলী এলজিইডি (চ: দা:) আরিফ উল্লাহ খান, শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরুন্নবী সরকার, উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, শাল্লা উপজেলার জামাতে ইসলামীর আমির নুরে আলম সিদ্দিকী, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত জনসচেতনতা মূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস ভূমি ও ভূমির আইন কানুনের উপর আলোকপাত করে ভূমির সেবা নিয়ে বিস্তর আলোচনা করেন।
এর পূর্বে শাল্লা সদরের গুরুত্বপূর্ণ সড়কে এক মনোমুগ্ধকর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।