হবিগঞ্জে যাএীবাহী গাড়ি ভেবে পুলিশের গাড়ি ডাকাতি
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মে ২৬, ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন /
০
নুরুজ্জামান ফারুকী(হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা টহলরত পুলিশের গাড়ি জিম্মি করে ডাকাতি শেষে পালিয়ে যায়। শনিবার দিবাগত রবিবার (২৫ মে) রাত ২ টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকার অদূরে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, মধ্যরাতে ডাকাতদল রাস্তায় বৈদ্যুতিক খুটি ও গাছ ফেলে ব্যারিকেড দেয়। এসময় রাস্তায় চলাচলকারী দুটি পিকআপ ও একটি প্রাইভেট গাড়ি আটক করে। ঠিক তখনই ডিউটিরত কয়েকজন পুলিশ সিএনজি অটোরিকশা যোগে ঘটনাস্থলে পৌছালে ডাকাতদল যাত্রীবাহী গাড়ি ভেবে তাদেরও জিম্মি করে। পরে যাত্রীদের মারধোর করে টাকা পয়সা ও মোবাইল ফোন লুট করে নেয়। এক পর্যায়ে এক পুলিশ সদস্য গাড়ি থেকে নামলে ডাকাতরা পুলিশ দেখে পালিয়ে যায়। কিন্তু এর আগেই ডাকাতরা নগদ দেড় লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানান গাড়িতে থাকা যাত্রীরা।
এ বিষয়ে বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান- ডাকাতরা পুলিশের গাড়িটি যাত্রীবাহী গাড়ি ভেবে আটকে দেয়। পরে পুলিশ সদস্যরা ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তিনি বলেন- এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
আপনার মতামত লিখুন :