পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন /
পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা

মোঃখাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রয়ারি) সকাল ১০.টায় পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

কল্যাণ সভায় পঞ্চগড় জেলার পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস ও দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সভায় পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে জানুয়ারি/২০২৫ মাসে অত্র জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয় ।

বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে জানুয়ারি/২০২৫ মাসে
শ্রেষ্ঠ থানা হিসেবে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোয়েল রানা নির্বাচিত হন। শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই (নিরস্ত্র)/ জনাব মোঃ রবিউল ইসলাম, দেবীগঞ্জ থানা, পঞ্চগড়। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নিরস্ত্র)/ মোঃ এরশাদুল হক, দেবীগঞ্জ থানা, পঞ্চগড়। শ্রেষ্ঠ এএসআই হিসেনে এএসআই (নিরস্ত্র)/ মোঃ আজিজুর রহমান, পঞ্চগড় সদর থানা, পঞ্চগড়।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৫ সালের জানুয়ারি মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র জেলার গত জানুয়ারি/২০২৫ মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ডিএসবি কার্যক্রম, কোর্ট কার্যক্রমসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), মোছাঃ রুনা লায়লা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, পঞ্চগড় ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ, আরআই, পুলিশ লাইন্স, পঞ্চগড় মোঃ মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১, ওসি ডিবি, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।