হবিগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল ৩ হাজার মানুষ
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন /
০
নুরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে সায়হাম গ্রুপের সৌজন্যে ও সার্বিক সহযোগিতায়, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে মাধবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইমরুল হাসান, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ একে এম সেলিম, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান। বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, জগদীশপুর জেসি হাইস্কুল এর সাবেক প্রধান শিক্ষক আজগর আলী প্রমূখ।
উল্লেখ্য ১৯৮৭ সাল থেকে চলমান এই কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় আশি হাজার রুগী চক্ষু চিকিৎসা নিয়েছেন এবং আট সহস্রাধিক রুগীর চোখের অপারেশন করানো হয়। এ বছর প্রায় তিন হাজার রুগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রায় তিন শতাধিক রুগীকে চোখের অপারেশন করানো হবে।
আপনার মতামত লিখুন :