সিলেট প্রতিনিধিঃ
সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে তিন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার ১ নভেম্বর সকাল ১১টার দিকে র্যাব-৯ সিপিএসসি ইসলামপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাষ্টঘর পয়েন্টস্থ সুইপার কলোনীর সামন থেকে তাদের আটক করে।
আটক ছিনতাইকারীরা হলো- হবিগঞ্জ সদর উপজলার উচাইল সংকর পাশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. জুনায়েদ ইসলাম (২১), সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকার মৃত সাকিনুর রহমানের ছেলে মো. শাকিল মিয়া (১৯) ও নগরীর চৌকিদেখি এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে ফয়েজ আহম্মেদ (২০)। এসময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজন স্বীকার করে যে, আটক তিনজন পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সিলেট নগরীর বিভিন্ন জায়গায় সুযোগ বুঝে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা জিনিসপত্র ছিনতাই করে আসছিলো।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।
মন্তব্য করুন